ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্য মৃত্যুর কিনারা হওয়ার আগেই, ফের ঝুলন্ত দেহ উদ্ধার ওড়িয়া গায়িকা অভিনেত্রী রুচিস্মিতা গুরুর। ওড়িশার বালঙ্গি জেলায় অভিনেত্রীর কাকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান আত্মহননের পথই বেছে নিয়েছিলেন অভিনেত্রী। পরিবারের অনুমান, আলুর পরোটা বানানো নিয়ে মনোমালিন্য হয়েছিল মা মেয়ের। ৮ টায় মেয়েকে পরোটা বানাতে বলেছিল মা, মেয়ে জানিয়েছিল ১০ টার আগে হবে না। এরপরেই শুরু হয় কথা-কাটাকাটি। এরপরেই এই চরম সিদ্ধান্ত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Srijit Mukherji: '২২ শ্রাবণ'- 'ভিঞ্চিদা'র জোড়া সিকোয়েল একসঙ্গে এই পুজোয়! SVF-এর শারদীয়া উপহার
রুচিস্মিতার মা জানান এই প্রথম নয় এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে সে। একাধিক জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাঁর, নিয়মিত করতেন স্টেজ শোও। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷