পুনে টেস্টে নিউজিল্যান্ডের কাছে ১১৩ রানে শোচনীয় পরাজয়। ঘরের মাঠে টানা ১৮ সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের কাছে হার টিম ইন্ডিয়ার। গত এক যুগে এই প্রথমবার ঘরের মাঠে এমন মুখ থুবড়ে পড়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং। শুধু সিরিজ জয়ই নয়। ১৯৮৮ সালের মুম্বই টেস্টের পর ভারতের মাটিতে টেস্ট জয়ও কিউয়ি জাতীয় দলের ক্ষেত্রে এই প্রথমবার। ইতিমধ্যেই, সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ওয়াংখেড়েতে টেস্ট।
পরিসংখ্যান বলছে, টেস্ট সিরিজের শুরু থেকেই কার্যত মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। তবে, শুধু গোটা দলের ফর্মই নয়। আরও একটি বিষয়ও বেশ ভাবাচ্ছে গোটা ভারতীয় দলকে। তা হল, বিরাট কোহলির অফ ফর্ম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৭০ রানের একটি ইনিংস খেলেছেন বটে। তবে, দ্বিতীয় টেস্টে ফের ব্যর্থ 'কিং কোহলি'। কিছুতেই চেনা কোহলিকে দেখতে পাচ্ছেন না তাঁর অনুরাগী ও বিশেষজ্ঞরা। স্পিনারদের বিরুদ্ধে কোহলির দুর্বলতাও উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের। এই পরিস্থিতিতেই বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিলেন প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিক।
দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে বিশেষ প্রভাব ফেলতে পারেননি বিরাট কোহলি। ভারত বনাম নিউজিল্যান্ডের বর্তমান টেস্ট সিরিজের দুই ম্যাচের চার ইনিংসে তিনি মাত্র ৮৮ রান যোগ করতে পেরেছেন। কোহলির ফর্মের মতোই দলকে দুশ্চিন্তায় রাখছে স্পিনের বিরুদ্ধে দলের অন্যতম প্রধান ব্যাটের ক্রমাগত ব্যর্থ হওয়ার পরিসংখ্যানও। শেষ তিন বছরে, অর্থাৎ, গত ২০২১ সাল থেকে তাঁর শেষ ৫০টি আন্তর্জাতিক টেস্ট ইনিংসের মধ্যে ২৪টিতেই বিরাট কোহলি আউট হয়েছেন স্পিনারদের বলে। এই ৫০টি ইনিংসে তাঁর গড় মাত্র ৩৩.৩৮। টেস্টে শেষ শতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে এক বছরেরও বেশি সময় আগে। ২০২৩ সালের জুলাই মাসে।
অন্যদিকে, ভারত-নিউজিল্যান্ড টেস্ট শেষ হওয়ার পরেই এগিয়ে আসছে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। চলতি বছর কোহলি ৯টি ইনিংস থেকে ২২৮ রান করেছেন।
শুধু দীনেশ কার্তিকই নন। বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তাপ্রকাশ করেছেন আকশ চোপড়া থেকে শুরু করে এমএসকে প্রসাদের মতো প্রাক্তনরাও।
উল্লেখ্য, এই মুহূর্তে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দুই টেস্ট পরাজয়ের পর ভারতের এই চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার সম্ভাবনা বড় ধাক্কা খেয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে দুর্দান্ত রেকর্ড রয়েছে বিরাট কোহলির। তিনি ২৫ ম্যাচে ৪৭.৪৮ গড়ে ২০৪২ রান করেছেন।
ওয়াংখেড়েতে কিং কোহলিকে কি চেনা ইতিবাচক ছন্দে দেখতে পারবেন টিম ইন্ডিয়ার সমর্থকেরা? প্রশ্ন সহজ। তবে, এই মুহূর্তে কিং কোহলির ফর্ম যে খাতে বইছে, তা নিয়ে উত্তর পেতে গেলে অনুরাগীদের অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।