অস্কার পেয়ে সদ্যই সব স্পট লাইট নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছেন ' এলিফ্যান্ট হুইসপারার্স'-এর দম্পতি বোমান ও বেইলি। কিন্তু অস্কার জৌলুসেও একটুকু বদলায়নি তাঁদের জীবন। এখনও সন্তানস্নেহেই হস্তিশাবক পালন করছেন তাঁরা। এবার তাঁদের জীবনে এল আরও এক নতুন অতিথি। ফের একটি হস্তিশাবকের দায়িত্ব পেলেন তাঁরা।
জানা গিয়েছে, তামিলনাড়ুর বন দফতর ওই চার মাসের হস্তিশাবককে ওই দম্পতির হাতে তুলে দিয়েছে। সম্প্রতি ওই হস্তিশাবককে খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু অনেক চেষ্টার পরেও তাকে হাতিদের দলে ফিরিয়ে দেওয়া যায়নি। এরপরেই তার দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে ওই মাহুত দম্পতির ওপর।
আরও পড়ুন - চলছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ, স্পেনের স্টেডিয়ামে বেজে উঠল অরিজিতের গান
পরম যত্নে ওই হস্তিশাবককে লালন পালন করছেন তাঁরা। সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অস্কার পাওয়া তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’-এর পরিচালক কার্তিকী গঞ্জালভেস।