মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল, কিন্তু মির্জার জন্য আরও এক দিন বেশি অপেক্ষা করতে হবে দর্শকদের। অর্থাৎ মির্জার মুক্তির দিন ১১ এপ্রিল, সোশ্যাল মিডিয়ায় রবিবার একথাই জানিয়েছেন অঙ্কুশ হাজরা। কেন এই সিদ্ধান্ত, তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।
এই প্রসঙ্গে মির্জা ওরফে অঙ্কুশের বক্তব্য, ইদের চাঁদের উপর অনেক বিষয় নির্ভর করছিল। সেই অর্থে বুধবার প্রেক্ষাগৃহে খুব বেশি ভিড় হবে না। তাঁরা বৃহস্পতিবার শো টাইম পাচ্ছেন বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অঙ্কুশ।
অন্যদিকে সিনেবোদ্ধাদের মত, ১০ এপ্রিল বুধবার বলিউডের দুটি বড় রিলিজ রয়েছে। একটি ‘ময়দান’, দ্বিতীয়টা ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। সেই সঙ্গে, মির্জার মাথা তোলা একটু সমস্যাজনক হত। তবে আইনক্স-পিভিআর সূত্রে খবর, হিন্দি ছবি দু’টির ক্ষেত্রে বুধবার সন্ধ্যা ছ’টার পর ‘পেড প্রিভিউ’ শো-এর ব্যবস্থা থাকছে। সেক্ষেত্রে, বৃহস্পতিবার শো পেতে কোনও অসুবিধে হবে না অঙ্কুশদের।