প্রয়াত তেলেগু অভিনেতা সুধীর কুমার বর্মা (Sudheer Kumar verma)। মাত্র ৩৩ বয়সে আত্মহননের পথ বেছে নিলেন অভিনেতা। একাধিক জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার বিশাখাপত্তনমের বাড়ি থেকে অভিনেতার দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে তেলেগু বিনোদন জগৎ জুড়ে। কুন্দানাপু বোম্মা ছবিতে ভাসু চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন অভিনেতা৷ তাঁর মৃত্যু যেন উস্কে দিচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মৃতি।
K.L Rahul-Athiya Shetty: খান্ডালায় সম্পন্ন রাহুল-আথিয়ার বিয়ে, রিসেপশন IPL এর পর জানালেন সুনীল শেঠি
হঠাৎ কী কারণে এই কঠিন সিদ্ধান্ত নিলেন অভিনেতা তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে পুলিশ এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তেলুগু সিনেমাজগতের অসংখ্য শিল্পী। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ে হাতেখড়ি তেলেগু অভিনেতা সুধীরের৷ ২০১৩ সালে বড় পর্দায় পা রাখেন তিনি।