খুশি ক্ষণস্থায়ী! এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল আনন্দ, উচ্ছ্বাস। ওমি আগরওয়ালের গুলিতে গুরুতর আহত মিঠাই। হাসপাতালে ভর্তি সে। 'মনোহরা'র আকাশে মন খারাপের মেঘ। মিঠাই সুস্থ হবে তো? বাড়ি ফিরে হইহই করে ফের মাতিয়ে রাখবে সবাইকে? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। অন্যদিকে, জোর গুঞ্জন, শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
চিকিৎসকরা জানিয়েছেন কোমায় চলে যেতে পারেন মিঠাই, তবে সিড নাছোড়বান্দা। চিকিৎসকদের অনুমতি নিয়ে ঠিক হয়েছে হাসপাতালেই তৈরি হবে মিষ্টি, আর তাতেই জ্ঞান ফিরতে পারে মিঠাই-এর। নায়িকা গুলিবিদ্ধ এবং ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে- এই দুই মোচড়েই ফের বাংলা সেরা-র তকমা। ৮.৫ পেয়ে চার্টে পয়লা নম্বরে ‘মিঠাই’।
এদিকে গত সপ্তাহের তুলে কিছুটা পিছিয়ে ৮.০ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। গত সপ্তাহে অবশ্য দিদি নম্বর ১ এবং 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর মহামিলন পর্বের দৌলতে দ্বিতীয় স্থান উঠে এসেছিল এই ধারাবাহিক। বনি-কুণালের বিয়ে কি দর্শকদের মনে ধরেনি? সম্ভবত তাই। সেই জন্যই ৭.৯ পেয়ে ‘গৌরী এল’-র সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় ‘গাঁটছড়া’। পাশাপাশি, নম্বর কমেছে ‘আলতা ফড়িং’, ‘ধুলোকণা’রও। যথাক্রমে, ৭.৭ এবং ৭.৫ পেয়ে দুই ধারাবাহিক চতুর্থ এবং পঞ্চম স্থানে।