একদিকে শাশুড়ি, আরেকদিকে ননদের ভবিষ্যৎ, ফের'নিম ফুলের মধু' ধারাবাহিকে দ্বন্দ্বের মুখে পর্ণা । দত্ত পরিবারকে এক করতে ইতিমধ্যে নানারকম কাণ্ড করে চলেছে সে । এরই মধ্যে আরও একটা ঝড় আসতে চলছে দত্ত বাড়িতে । এবার ননদ বর্ষার বিয়ে আটকানোই বড় চ্যালেঞ্চ হতে চলেছে পর্ণার কাছে ।
জি বাংলার তরফে ধারাবাহিকের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে । যেখানে দেখা যাচ্ছে, বর্ষার সঙ্গে কোনও অন্যায় হয়েছে, আর তার প্রতিবাদ করতেই থানায় যাচ্ছিল পর্ণা । কিন্তু, বাধা হয়ে দাঁড়ায় তাঁর শাশুড়ি । মেয়েকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করতে চায় সে । কিন্তু, বর্ষা জানায়, সে আরও পড়কে চায় । কিন্তু, তার কোনও কথা শোনা হয়নি । এদিকে, বর্ষাকে দেখতে আসে ছেলের বাড়ির লোকজন । কিন্তু, পর্ণা বর্ষাকে কথা দেয়, এই বিয়ে সে যে করেই হোক আটকাবে । পর্ণা কি শেষ পর্যন্ত পারবে বর্ষার বিয়ে আটকাতে ? তার উত্তর পাওয়া যাবে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল, ধারাবাহিকের মহাসপ্তাহ পর্বে ।
টিআরপি তালিকায় ভালই ফল করছে ধারাবাহিক 'নিম ফুলের মধু' । গত কয়েক সপ্তাহ ধরে এক থেকে পাঁচের মধ্যেই থাকছে ধারাবাহিকটি । চলতি সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে 'নিম ফুলের মধু' । তাদের প্রাপ্ত নম্বর ৭.৮ ।