তাঁদের সম্পর্ক হয়ে উঠেছিল আদায় কাঁচকলায়। ঝগড়া, মান-অভিমান এসে দূরত্ব বাড়িয়েই দিয়েছিল ক্রমশ। আর পাঁচটা গল্প থেকে কোথায় আলাদা নবাব আর নন্দিনীর (Nabab Nandini) গল্প? বাকি গল্পে প্রেম পরিণতি পায় বিয়েতে, আর এখানে বিয়ে আগে হয়েছে, তারপর জমছে মান অভিমানের পাহাড়।
Sujoy Prasad Chatterjee : বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক থাকলেও কারও ঘর ভাঙেননি, বলছেন সুজয়প্রসাদ
টক ঝাল মিষ্টি সম্পর্ক তাঁদের। প্রতিটা মুহূর্তে ঝামেলা লেগেই থাকে। সেই গল্পের শুরুটা অনেকটা এমনই হয়েছিল। কাকতালীয় ভাবে বিয়েটা হয়ে যায় নবাব এবং নন্দিনীর। স্টার জলসার এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘নবাব নন্দিনী’। প্রথম বার ছোট পর্দায় দর্শক দেখছেন রিজওয়ান রব্বানী শেখ এবং ইন্দ্রাণী পালের জুটি। তাঁদের দুষ্টু মিষ্টি রসায়ন এবার নতুন মাত্রা পাচ্ছে। গল্পে আসছে নতুন মোড়। অন্তত ধারাবাহিকের নতুন প্রোমো বলছে, নন্দিনীর প্রতি নবাবের মন বেশ ভালোই ভিজেছে।