কোন ধারাবাহিকের টিআরপি (Tele Serial TRP ) বেশি, কারা পিছিয়ে গেল, কারা এগিয়ে গেল তা জানার জন্য অপেক্ষা থাকে বৃহস্পতিবারের । চলতি সপ্তাহেও নির্দিষ্ট দিনে চলে এল টিআরপি । এবারও প্রথম তিনে নেই কোনও পরিবর্তন । অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সূর্য-দীপা এক হয়েছে । তাই এবারও যে বেঙ্গল টপারের মুকুট তাঁদের মাথাতেই উঠবে, সেটা জানাই ছিল । তবে, টিআরপির নম্বর সামান্য কমেছে । ৮.৭ পেয়েছে এই ধারাবাহিক । অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী (Jagadhatri) পেয়েছে ৮.২ । এবারও ফুলকি (Fulki) রয়েছে তিন নম্বরে ।
পর্ণা ও সৃজনও নিজের জায়গা ধরে রেখেছ । এ সপ্তাহেও চার নম্বর পজিশনে 'নিম ফুলের মধু' । অন্যদিকে, প্রমোশন হয়েছে 'সন্ধ্যাতারা'-র । ৬ থেকে ৫-এ উঠে এসেছে ধারাবাহিক । সেখানে, চলতি সপ্তাহে রাঙা বউ-এর টিআরপি সামান্য কমেছে । ভাল ফল করেছে 'কার কাছে কই মনের কথা'। এসপ্তাহে ফের দশের মধ্যে জায়গা করে নিয়েছে তুঁতে ।
ষষ্ঠ থেকে দশম যে ধারাবাহিকগুলি
ষষ্ঠ- রাঙা বউ ও কার কাছে কই মনের কথা (৭.১)
সপ্তম: খেলনা বাড়ি (৬.৫)
অষ্টম: লাভ বিয়ে আজকাল (৬.৩)
নবম: তুঁতে (৬.১)
দশম: বাংলা মিডিয়াম (৫.৯)
শুরু থেকেই টিআরপিতে জায়গা করে নিচ্ছে ওমা সাহানিৃর লভ বিয়ে আজকাল । প্রথম ১০-এর মধ্যেই থাকছে এই ধারাবাহিক । চলতি সপ্তাহে অষ্টম স্থানে রয়েছে লভ বিয়ে আজকাল । এদিকে, জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক মিলি । সিরিয়ালের মধ্যে দিয়ে ফের কামব্যাক করেছেন খেয়ালী মণ্ডল ।