গ্ল্যামার দুনিয়ায় যাতায়াত, খাওয়া দাওয়ায় নিশ্চয়ই অনেক বারণ, নিয়ম থেকে টলানো যায় না এক চুল। নায়িকাদের নিয়ে এ হেন মিথ যে আসলে সত্যি নয়, আরও একবার প্রমাণিত তা। একজন, দু'জন না। টেলিপাড়ার পাঁচ পাঁচজন নায়িকা তো জমিয়ে কচুরি, তরকারি, জিলিপি খেয়েই চলেছেন। ভাইরাল হল ভিডিয়ো।
জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। সেই ধারাবাহিকেরই পাঁচ নায়িকা শুটে বেরিয়ে আর লোভ সামলাতে পারলেন না। দেশপ্রিয় পার্কের জনপ্রিয় দোকান থেকে মানালি, বাসবদত্তারা অর্ডার দিলেন কচুরি-জিলিপি। স্নেহা অবশ্য অনেকক্ষণ নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ডায়েটের কথা ভেবে, কিন্তু শেষমেশ বাকি চার সই হতে দিল না তা। অগত্যা তাঁর হাতেও থালা উপচে পড়া কচুরি-জিলিপি হাজির।
Sovan-Baishakhi: ষাটে পা! গোলাপি বেলুন, লাল গোলাপ, ধূমধাম করে শোভনের জন্মদিন পালন বৈশাখীর