সবে জাঁকিয়ে বসেছে হেমন্ত। একের পর এক বিয়ে হচ্ছে টালিগঞ্জে। টলিউডের চেনা মুখেদের পর এবার টেলিপাড়াতেও সাত পাকের হিড়িক। বিয়ে করলেন লক্ষ্মী কাকিমা ধারাবাহিকের ছেলে-বৌমার।
পর্দার প্রেম কখন যেন গড়িয়েছে পর্দার আড়ালেও। বিয়ের আগে জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন স্বর্ণদীপ্ত, অর্পিতা। নিজেদের সঙ্গীত, এনগেজমেন্টে নিজেরা নেচে মাত করেছেন আসর। বিয়েও করলেন বেশ জাঁকজমকের সঙ্গে। আর বর কনের সঙ্গে ছাদনাতলায় গেলেন লক্ষ্মী কাকিমা মানে অপরাজিতা আঢ্য।
Param-Piya Reception: 'অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগে', সইসাবুদ সেরে সন্ধেয় বন্ধুর বাড়িতে পরম-পিয়া
সিরিয়ালের সেটেই মন দেওয়া নেওয়া। অল্প দিনের মধ্যেই প্রেম পরিণতি পেল সোজা ছাদনাতলায়। বিয়ের সাজে দারুণ লাগছিল নব দম্পতিকে।