চলতি মাসেই বিয়ে । বাকি আর মাত্র দুই সপ্তাহ । জোরদার প্রস্তুতি চলছে । তার মধ্যে চলছে শুটিংও । এবার 'গাঁটছড়া'-র সেটেই আইবুড়োভাত খেলেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় । শাড়ি, গলায় গাঁদা ফুলের মালা...কব্জি ডুবিয়ে খেলেন পোলাও, মাংস । শুধু দু'টো পদ নয়, পঞ্চব্যাঞ্জন সাজিয়ে নায়িকাকে আইবুড়োভাত খাওয়ালেন 'গাঁটছড়া'-র গোটা টিম । এটাই তাঁর প্রথম আইবুড়োভাত । শ্রীপর্ণা জানালেন, সিরিয়াল করতে গিয়ে তো আগে অনেকবার আইভুড়োভাত খেয়েছেন, কিন্তু, রিয়েল লাইফে এটা সত্যিই তাঁর কাছে স্বপ্নের মতো ।
শ্রীপর্ণার আইবুড়োভাত পর্বের ভিডিও শেয়ার করেছেন অভিনেতা রিয়াজ । সেখানেই দেখা গেল,শ্রীমার মায়ের হাতে তৈরি আসনে বসে রয়েছেন শ্রীপর্ণা । তাঁর সামনে মাটির থালা, বাটিতে সাজানো নানারকম পদ । ভাত, পোলাও, পাঁচরকম ভাজা, পনির, মাছ...কী নেই । গাঁটছড়ার সদস্যরাই একেকজন একেকরকম পদ রান্না করে এনেছিলেন । শ্রীপর্ণা আনন্দবাজারকে জানিয়েছেন, খেতে ভালবাসেন । তাই সব পদই একটু একটু করে খেয়েছেন । কিছু আবার বাড়ি নিয়েও এসেছেন ।
৩০ নভেম্বর অভিনেত্রীর বিয়ে । ২৫ তারিখ থেকে ছুটি নিয়েছেন । মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ? জানা গিয়েছে, ভিয়েতনাম আর তাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর । উল্লেখ্য, 'গাঁটছড়া' ধারাবাহিকে রুক্মিণীর চরিত্রে দেখা যাচ্ছে শ্রীপর্ণাকে । গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী । ঋদ্ধি- রুক্মিণীর জুটি বেশ পছন্দ করছেন দর্শকরা ।