মৃণাল সেনের ৯৯ তম জন্মদিবসে ছবির ঘোষণা হয়েছিল। অবশেষে বছর দুয়েক পর সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক'এর টিজার প্রকাশ্যে এল।
মৃণাল বেশে চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই চোখ জুড়িয়েছিল সিনেপ্রেমীদের। মৃণালের স্ত্রীয়ের ভূমিকায় মনামিও ততোধিক অবিকল। সব মিলিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবি নিয়ে বাঙালি দর্শকদের কৌতুহল বেড়েছে ইতিমধ্যেই। ছবির প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন।
বাণিজ্যিক মুক্তি না পেলেও লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে 'পদাতিক'। সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে।
দেশের অন্যতম শ্রেষ্ঠ পরিচালকের জন্ম শতবর্ষে মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মুক্তি পেয়েছে আরও দু'টি ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'পালান' মুক্তি পেয়েছে গত বছর। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত 'চালচিত্র এখন'। প্রায় পিঠোপিঠি একই মায়েস্ত্রোকে নিয়ে ৩ টি ছবির মুক্তি। খুব স্বাভাবিক ভাবেই তুলনা এসে পড়বেই। কোন ছবি দর্শকের মনের সবচেয়ে কাছে পৌঁছোয় তা-ই দেখার।