টমাস কাপের (Thomas Cup) ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার জিতল ভারত (India)। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে কিদাম্বি শ্রীকান্তরা এই ঐতিহাসিক জয় পাওয়ার পরেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সব মহল থেকে। তবে এই সমস্ত শুভেচ্ছার মধ্যে থেকে একটি বিশেষ শুভেচ্ছা দারুণভাবে নজর কেড়েছে নেটিজেনদের। সেই শুভেচ্ছাটি এসেছে বিখ্যাত বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর (Tapsee Pannu) কাছ থেকে। ভারতের ডবলস দলের কোচ মাথিয়াস বো'র উদ্দেশে।
আরও পড়ুন: নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতলেন শ্রীলেখা
ব্যক্তিগত জীবনের কথা সচরাচর প্রকাশ্যে আনেন না তাপসী (Taapsee Pannu)। তাঁর ছবি, অভিনয়, সাফল্য নিয়ে নানা চর্চা হলেও প্রেম-ভালবাসা নিয়ে বিশেষ আলোচনা হয় না। তাপসী যে প্রেম করছেন, সে খবরও অনেকের অজানা। তবে টমাস কাপে (Thomas Cup 2022) ভারতের ঐতিহাসিক জয়ের পর আর তা গোপন রইল না। বয়ফ্রেন্ড মাথিয়াস বো’কে প্রশংসায় ভরে দিতে কার্পণ্য করলেন না তাপসী।
এ দিন ভারতের জয়ের পরেই ইনস্টাগ্রামে একটি স্টোরিতে তাপসী লেখেন, ‘মিস্টার কোচ, তুমি আমাদের সবাইকে গর্বিত করলে।’