বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং-এ যেরকম জাঁকজমক থাকে, সেসব কিছুই ছিল না তাপসী পান্নুর বিয়েতে। বিয়ের ভিডিয়ো যেটুকু ফাঁস হয়েছিল, কিন্তু বিয়ের কোনও ছবি সদ্য বিবাহিত তাপসী কিমবা ম্যাথিয়াস কেউই শেয়ার করেননি। এই আড়ালের পেছনে আসল কারণ কী, অবশেষে নিজেই জানালেন অভিনেত্রী।
একটি সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, তিনি বিয়ে লুকোতে চাননি, শুধু তাঁর স্বামী এবং পরিবারের সকলের জীবন রাতারাতি জনসমক্ষে চলে আসুক, তাঁদের নিয়ে কাটা ছেঁড়া হোক, তিনি চান না। কারণ তিনি লাইম লাইটে থাকলেও পরিবারের লোককে প্রচারের আলোয় আনতে চান না তাপসী।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চের ২৩ তারিখ দীর্ঘদিনের প্রেমিক ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বো-এর সঙ্গে শিখ এবং খ্রিস্টান, দুই মতেই বিয়ে সেরেছেন তাপসী।
বিয়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি এখন নেই, জানিয়েছেন তাপসী, ভবিষ্যতে ইচ্ছে হলে সেই বিশেষ দিনের মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করে নিতেও পারেন, এমনটাও জানিয়েছেন।