শ্যুটিং-এ ফুরসৎ মিললেই বেড়িয়ে পড়েন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। এই মুহূর্তে তিনি রয়েছেন ভোপালে। মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনী মহাকালেশ্বর মন্দিরে পৌঁছে মহাকাল দর্শন সারলেন তনুশ্রী। মন্দিরের সেই ছবি ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছেন নায়িকা। টুকটুকে লাল শাড়িতে গলায় ফুলের মালা, কপালে ত্রিশূল তিলক। এমন সাজেই ছবি দিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জয় মহাকাল’
তাঁর এই ছবি ভক্তদের বেজায় মনে ধরেছে। মন্তব্য বাক্সে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকেই। মুক্তির অপেক্ষায় তনুশ্রীর দুটি ছবি ‘ডিপফ্রিজ’ এবং ‘মায়া ‘