বহু প্রতীক্ষিত 'ভুলভুলাইয়া ২'-এর (Bhool Bhulaiyaa 2) ফার্স্ট লুক রিলিজ হওয়ার পরে কার্তিক আরিয়ান (Kartik Aryan) ও কিয়ারা আদবানি'র (Kiara Advani) চরিত্র নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এবার, এই হরর কমেডিতে টাবু'র চরিত্রের লুক প্রকাশ পেল। অভিনেত্রী টাবু নিজে তাঁর ইনস্টাগ্রাম (Tabu Instagram) প্রোফাইল থেকে শেয়ার করলেন ওই ছবি।
ছবিটিতে দেখা যাচ্ছে, লম্বা সোজা চুল রয়েছে তাঁর মাথায় অথচ যে আয়নার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই আয়নাতে ফুটে উঠেছে তাঁর ঘেঁটে যাওয়া কোঁকড়ানো চুলের ছবি। সোশ্যাল মিডিয়ায় (Social media) এই ছবিটি প্রকাশ পাওয়ার পর নেটিজেনদের মধ্যে চূড়ান্ত উৎসাহ দেখা যায়।
আরও পড়ুন: জাহাঙ্গিরপুরীতে বাধা তৃণমূলের প্রতিনিধি দলকে, অভিযোগ পুলিশের বিরুদ্ধে
প্রযোজন সংস্থার তরফ থেকে ছবিটির যে ক্লিপটি শেয়ার করা হয়েছে, তা দেখলে মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যেতে বাধ্য। টাবু (Tabu) ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আ ডেভিল অর অ্যান অ্যাঞ্জেল? অর সামহোয়্যার ইন বিটউইন..."
আনিস বাজমি পরিচালিত 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2) বড় পর্দায় রিলিজ করছে আগামী ২০ মে।