তাপসী পান্নুর বিয়ের খবরে সরগরম বলি অন্দর । গুঞ্জন ছড়িয়েছে, মার্চেই দীর্ঘদিনের বয়ফ্রেন্ড,ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি । সম্প্রতি, বিয়ের বিষয়ে মুখ খুলেছেন বলি অভিনেত্রী । তিনি জানিয়েছেন, বিয়ে তিনি অবশ্যই করবেন । আর বিয়ে করলে মানুষকে জানিয়ে করবেন । তবে, মনের মানুষকে খুঁজে পেতে তাঁকে কম কাঠখড় পোড়াতে হয়নি । অনেকবার হৃদয় ভেঙেছে । সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তাপসী ।
তাপসী পান্নু জানিয়েছেন, তাঁর প্রেম জীবন খুব একটা ভাল ছিল না । তাপসীর কথায়, তাঁর প্রিন্সের কাছে পৌঁছনোর জন্য অনেক ব্যাঙকে চুমু খেতে হয়েছে । অর্থাৎ অভিনেত্রীর জীবনে একাধিক প্রেম এসেছে । কিন্তু স্থায়ী হয়নি । তবে, তাপসী জানিয়েছেন, এখন তিনি অনেক ম্যাচিওর ।
তাপসী জানান, পরবর্তীকালে তিনি নিজের মতই একজন খুঁজে পেয়েছেন। ম্যাথিয়াসের ম্যাচিরিয়িটি তাঁকে আকর্ষণ করেছিল । তাপসী বলেন, 'ম্যাথিয়াসের সঙ্গে দেখা করার আগে তিনি বিশ্বাস করতেন,একজন পুরুষের ম্যাচিওরিটি সাধারণত সম্পর্কের মধ্যে সুরক্ষার অনুভূতি দিতে পারে তাঁকে । ' ম্যাথিয়াসের সঙ্গে দেখা করে তাঁর ধারণা বদলে গেছে বলে জানিয়েছেন তাপসী ।
বিয়ের গুজবে তাপসী একটু হলেও বিরক্ত । তিনি বলেন, 'গুজব অর্থহীন। সকলে যদি অনুমান করতে চান, তাহলে দশ বছর আগেই করা উচিৎ ছিল । যখন থেকে ডেট করেছি।'তাপসী আরও বলেন, 'সঠিক সময়ে খবরটি শেয়ার করব। যদি ঘোষণা করার কিছু থাকে তবে আমি করব। এটা এমন নয় যে আমি অসৎ বা বেআইনি কিছু করছি ।'