ভারতীয় বিনোদন জগতের কাছে এক গর্বের দিন! নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারের (Times Square) বিলবোর্ডে জায়গা পেল ভূষণ কুমারের (Bhushan Kumar) ‘টি-সিরিজ’ (T-series)।
এছাড়া, লন্ডনের ওয়েস্টফিল্ড মল ও লস অ্যাঞ্জেলেসের গ্র্যামি ওয়াক অব ফেমের বিপরীতি অলিম্পিক বুলেভার্ডেও জায়গা করে নিল এই ভারতীয় মিউজিক কোম্পানিটির বিলবোর্ড।
বিশ্বের প্রথম ইউটিউব চ্যানেল (Youtube channel) হিসেবে ২০২ মিলিয়নের রেকর্ড সাবস্ক্রাইবারের শিখর স্পর্শ করার পরেই এল এই দুর্দান্ত স্বীকৃতি।
বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলের (Google) পক্ষ থেকে বসানো হয়েছে টি-সিরিজের বিলবোর্ডগুলি।
এই অসামান্য স্বীকৃতির কথা বলতে গিয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত শোনাল টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের গলা। তিনি বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়ে শুধু এই সংস্থার একজন হিসেবেই নয়, এক ভারতীয় হিসেবেও আজ গর্ব অনুভব করছি আমি। দশকের পর দশক ধরে নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করে যাওয়ার ফল এটি’।