অর্পণ ঘোষাল ও স্বীকৃতি মজুমদারের অনুরাগীদের জন্য সুখবর । ফিরছে মৌ-ডোডো । 'মেয়েবেলা' ধারাবাহিকের জনপ্রিয় জুটিকে আবারও পর্দায় রোম্যান্স করতে দেখবেন দর্শকরা । তবে, এবার আর ধারাবাহিক নয় । ওয়েব সিরিজে জুটি বাঁধলেন অর্পণ-স্বীকৃতি । তাঁদের গল্পের নাম ‘রাজা রাণী রোমিও’।
জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিরিজটি একেবারেই রোমান্টিক থ্রিলার । পরিচালক জানিয়েছেন, এই ধরনের কাজ বাংলায় খুব কম হয় । প্রত্যেকটি চরিত্রেরই প্রচুর শেডস রয়েছে, ধূসর দিকও রয়েছে । তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলার বটতলার সাহিত্য থেকে নব্বইয়ের দশকের বলিউড থ্রিলার, যাবতীয় 'পাল্প' শিল্পই তাঁর এই সিরিজের অনুপ্রেরণা । অর্পণ ও স্বীকৃতি ছাড়াও অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রাতাশ্রী দত্ত । ক্লিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি ।