নানা বিতর্ক পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি 'শিবপুর'। আগামী ৩০ জুন ছবির মুক্তি, এর আগে একাধিকবার ছবি মুক্তির দিন পিছিয়েছে। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায় (Parambrata-Swastike) । অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, দু'জনের রসায়ন নিয়ে একসময় কম চর্চা ছিল না টলিউডে । তবে, মাঝে নানা কারণে দূরত্ব তৈরি হয় তাঁদের মধ্যে । বহুদিন পর্দাতেও সেভাবে আর দেখা যায়নি এই জুটিকে । ফের একসঙ্গে দেখা যাবে আটের দশকের উত্তাল সময়ের নেপথ্যে তৈরি অরিন্দম ভট্টাচার্যের এই রাজনৈতিক থ্রিলারে (Political Thriller) ।
Mitin Masi-Koel Mallick: ১৫ দিনে শেষ শুটিং, এই পুজোয় আসছে 'মিতিন মাসি'