বাংলা-হিন্দি বড় পর্দা-ওয়েব সিরিজে নানা চরিত্রেই সমান স্বছন্দ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু এবার প্রথমবার তাঁকে দেখা যাবে এক আইপিএস অফিসারের চরিত্রে, চরিত্রের নাম বৃন্দা বোস।
সিরিজে রয়েছেন টোটা রায়চৌধুরী, এক সাংবাদিকের চরিত্রে। ছবির প্রথম পোস্টার সামনে এসেছে সম্প্রতি।
পর্দায় যাকে এতদিন গোয়েন্দা বলে চিনেছিল দর্শক, সেই কিনা অভিযুক্ত? অভিযোগের তীর স্বয়ং ফেলুদার দিকে, থুড়ি টোটার দিকে। নেপথ্যে, হইচই-তে মুক্তি পেতে চলা ওয়েব সিরিজ 'নিখোঁজ'।
এক পার্টি থেকে নিখোঁজ হন পুলিশ অফিসার বৃন্দা বসুর মেয়ে দিতি। তাঁকে গাড়িতে পৌঁছে দিচ্ছিলেন সাংবাদিক রোমিতই। তাঁর স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করছেন কণিনিকা বন্দ্যোপাধ্যায়। এক প্রাক্তন ফরেনসিক বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে।
অয়ন চক্রবর্তী পরিচালিত 'নিখোঁজ' মুক্তি পাবে 'হইচইতে', আগামী ১১ অগাস্ট।