প্রেম ফুরোলেও বন্ধু থাকা যায়, টলিউডের হাতে গোনা মানুষ এমনটা বিশ্বাস করেন, স্বস্তিকা মুখোপাধ্যায় সেরকমই একটা নাম। টলিপাড়ায় নানা সময়ে নানা নাম জুড়েছে তাঁর সঙ্গে, সম্পর্কে বিচ্ছেদ এসেছে, কিন্তু তিক্ততা আসেনি স্বাস্তিকার। সম্প্রতি কলকাতার বাইরে পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে অটোয় লম্বা সফর করেছেন সুমন, ঝালিয়ে নিয়েছেন ৭ বছরের পুরনো সম্পর্ক।
সম্পর্কের একমাত্রিক সংজ্ঞায় বিশ্বাস করেননি সুমন-স্বস্তিকা দুজনের কেউওই। এক সময় ওঁদের সম্পর্ক নিয়ে চর্চা কম ছিল না, পরে দূরত্ব বাড়লেও তিক্ততা নেই কোনও, প্রাক্তনের সঙ্গে কাটানো সময়ের ছবি স্বস্তিকা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।