হেনস্থা করা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে, এক বাংলা ছবির প্রযোজকের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ উঠল। অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ’শিবপুর’ ছবির এক প্রযোজক হেনস্থা করেছেন অভিনেত্রীকে, জানা গিয়েছে এমনই অভিযোগ স্বস্তিকার। অভিযোগ, স্বস্তিকাকে হুমকি দেওয়া হয়েছে এবং তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছে।
Debina-Gurmeet: মুম্বই নয়, দেবীনা-গুরমিতের মেয়ে লিয়ানার প্রথম জন্মদিন হল কলকাতায়, কেন?
সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বস্তিকা। পাশাপাশি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইম্পাকেও বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী। পরম স্বস্তিকার এই ছবি আগামী ৫ মে মুক্তি পাওয়ার কথা। ছবির শ্যুটিং হয়েছে গত জুলাই মাসে। কেউ কেউ বলছেন পরিচালকের প্ররোচনাতেই অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। যদিও এই কথা উড়িয়ে দিয়েছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য।