মাস খানেক আগেই স্বাস্তিকা দত্তের ব্রেকআপ হয়েছে শোভনের সঙ্গে। সম্পর্ক এবং বিচ্ছেদ দুই নিয়েই বেশ খোলামেলা স্বস্তিকা। জানিয়েছেন, দুজন আলোচনা করেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ে নিয়ে কী ভাবছেন? কেমন বর পছন্দ অভিনেত্রীর?
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন আবীর চট্টোপাধ্যায়ের মতো কাউকে যদি বর হিসেবে পান, খুব ভাল হয়। সম্প্রতি আবীরের সঙ্গে একই ছবিতে কাজও করলেন স্বস্তিকা, ছবির নাম 'ফাটাফাটি', ১২ মে- শুক্রবার হলে রিলিজ করছে ছবিটি।
Raghav-Parineeti Engagement: সেজে উঠছে পরিনীতির বাড়ি, দিদি প্রিয়াঙ্কা কি আসছেন মার্কিন মুলুক থেকে?
সম্প্রতি ২৯ বছরের জন্মদিনটা অভিনেত্রী কাটিয়েছেন ধূমধাম করে। কিন্তু প্রাক্তনকে যে একটু একটু মিস করেননি, তাও নয়।