টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি শোভন-স্বস্তিকার (Swastika Dutta-Sovon Ganguly) সম্পর্কে নাকি ভাঙন ধরেছে । অনেকটা দূরত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে । আর তার কারণ তৃতীয় ব্যক্তি । বেশ কয়েকদিন ধরে এই নিয়ে গুঞ্জন চলছে টলিপাড়ায় । আর এই ধরনের খবরে খুবই বিরক্ত বোধ করছেন স্বস্তিকা । বিচ্ছেদের গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী ।
স্বস্তিকা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার। কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আর তাঁরা একসঙ্গে আছেন কি নেই, তা-ও এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না তিনি । এই মুহূর্তে ‘তোমার খোলা হাওয়ার’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা । ধারাবাহিকের সময় পরিবর্তন হলেও জনপ্রিয়তা এতটুকু কমেনি পর্দার ঝিলমিলের ।
আরও পড়ুন, Serial TRP: সবাইকে টপকে বেঙ্গল টপার 'জগদ্ধাত্রী', প্রথম আর কে? দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি তালিকা
সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছে স্বস্তিকা । প্রায়ই দু'জনকে একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পেজে । তবে এখন সেভাবে একসঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের । আর তাতেই বিচ্ছেদের গুঞ্জন ছড়ায় ।