বাংলা ওটিটি-তে ডেব্যু করছেন দেবশ্রী রায়। দিন কয়েক আগে ঘটা করে জানিয়েছিল হইচই। স্বস্তিকা দত্ত জানিয়েছিলেন, তিনিও কাজ করতে চলেছেন 'কেমিস্ট্রি মাসি'তে। কিন্তু ডেট নিয়ে সমস্যা হয়েছে দেবশ্রীর। অগত্যা শিডিউল পাল্টাতে হয়েছে পুরো টিমকেই। সেই ডেটে সময় দিতে না পারায় নাকি সিরিজ থেকে বাদ পড়লেন স্বস্তিকা।
পরিচালক সৌরভ চক্রবর্তীর নতুন সিরিজের নাম 'কেমিস্ট্রি মাসি'। তাতেই নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রীকে। এককালে পর্দায় অনেকের সঙ্গেই তাঁর রসায়ন ছিল চমৎকার, এবার হাতে থাকবে রসায়নের বই।
Debashree Roy: রাজনীতি থেকে রসায়নে? নতুন ভূমিকায় দেবশ্রী রায়
অভিনয় ছাড়াও পশুপ্রেমী হিসেবে দেবশ্রী রায় বেশ পরিচিত মুখ। পথপশুদের অধিকার রক্ষায় সোচ্চার তিনি। প্রায়ই আইনি লড়াইও লড়েন। সেরকমই এক কারণে আদালতের ডেটের সঙ্গে শুটিং একই দিনে পড়ায় শিডিউল বদলাতে হয়েছে 'কেমিস্ট্রি মাসির' গোটা টিমকেই। স্বস্তিকা সময় দিতে না পারায় নাকি তাঁকে বাদই দেওয়া হল সিরিজ থেকে।