মায়ানগরীর ব্র্যান্দায় নতুন পল্লীর সর্বজনীনের দুর্গা পুজোয় স্পটলাইট কাড়লেন সুস্মিতা সেন (Sushmita Sen)। একেবারে গোলাপি শাড়িতে ঝলমল করলেন অভিনেত্রী। নাচলেন ধুনুচিও। নভেম্বরেই তাঁর নতুন সিজন Arya 3 মুক্তি পাওয়ার কথা। তার আগেই মায়ানগরীর দুর্গোৎসবে গা ভাসালেন সুস্মিতা।
Rani Mukherjee: মুখোপাধ্যায় বাড়ি আলো করলেন রানী, সপ্তমীর বিকেলে শাঁখা পলায় সাজলেন নায়িকা
সুস্মিতা সেন এবং দেবেন্দ্র ফড়নবীস ফ্রেমবন্দি হলেন পাপারাজ্জিদের ক্যামেরায়। মুম্বইয়ে গুনে গেঁথে যেকটা পুজো হয় তার মধ্যে এটি অন্যতম। আর মায়ানগরীর পুজো মানেই বলি নায়ক নায়িকাদের ঢল। ছিমছাম সাজে সপ্তমী জমিয়ে দিলেন বিশ্ব সুন্দরী।