৩১ মার্চ বিশ্ব ট্র্যান্সজেন্ডার দিবসে সাম্যের বার্তা দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। 'তালি' বাজিয়ে বার্তা দিলেন কাঁধে কাঁধ মিলিয়ে চলার। এই বিশেষ দিন উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন সুস্মিতা।
এই ভিডিয়োতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে শ্রীগৌরী সাওয়ান্তকে। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে জানালেন, এরপর থেকে 'তালি'র আওয়াজে ভাসবে গোটা আকাশ। যাঁরা 'তালি' বাজায় তাঁদের জন্যই সাবাশি দেবে গোটা বিশ্ব। সময় এসেছে তাঁদের পাশে দাঁড়ানোর।
ভিডিয়োর ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, এই #internationaltransgenderdayofvisibility আসুন আমরা সকলে সুস্থ এবং লিঙ্গসাম্য বিশ্ব গড়তে হাত মেলাই! ভালবাসা, শক্তি এবং ঐক্যের এই শক্তিশালী যাত্রার জন্য এই বিশেষ পদক্ষেপ!! #দুগ্গাদুগ্গা।'