প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন সবসময়ই স্পটলাইটের তলায় থেকেছে। তাঁকে নিয়ে আগ্রহের অন্ত নেই। শোনা যাচ্ছে, সম্প্রতি সুস্মিতা তাঁর প্রাক্তন রহমান শলের সঙ্গে আবারও ডেট করছেন অভিনেত্রী।
বিচ্ছেদের পরেও তাঁরা একে অন্যের দারুণ বন্ধু ছিলেন বরাবর। প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা নিয়ে সুস্মিতা সম্প্রতি মুখ খুলেছেন। তাঁর কথায়, "অবশ্যই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখা যায়। তবে অনেকেই সীমারেখাটা বুঝতে পারেন না। সেখানেই সমস্যা হয়।" সু্স্মিতা জানিয়েছেন, তাঁর জীবনেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব ঘটেছে এবং সেই কারণে তিনি নিজেকে সৌভাগ্যবানই মনে করেন।
West Bengal Weather Update: হিটওয়েভ জারি, তবে বৃষ্টি খুব দূরে নয়, কী বলল আবহাওয়া দফতর?
রহমান ছাড়াও বিক্রম ভাট, ললিত মোদীদের সঙ্গে সুস্মিতার প্রেমের সম্পর্ক ছিল। সুস্মিতা জানিয়েছেন, তাঁর জীবনটা খোলা বইয়ের মতো। তিনি সততার সঙ্গে, নির্ভয়ে বাঁচেন। তাঁর মতে, আত্মসম্মান রাখতে, প্রয়োজনে কোনও সম্পর্ক থেকে সরে আসতেও হতে পারে।
সুস্মিতার-রহমানের প্রেমের শুরু ২০১৮ সালে। ২০২১ এ বিচ্ছেদ ঘোষণা করে সুস্মিতা জানিয়েছিলেন, প্রেমে ইতি টানলেও বন্ধুত্ব অটুট থাকবে তাঁদের।