প্রেমে ছিলেন, প্রেমে রয়েছেন তাঁরা । মাঝে বছর দু'য়েক মনোমালিন্য হয়েছিল বটে, বিচ্ছেদেরও ঘোষণা করেছিলেন । কিন্তু, মন থেকে হয়তো আলাদা হতে পারেননি । তাই, তো বিচ্ছেদ হলেও, খারাপ সময়ে বরাবর সুস্মিতার পাশেই দেখা গিয়েছিল রোহমনকে । ভালবাসা ছিলই । তাই হয়তো, আবারও তাঁরা কাছাকাছি এলেন । হাতে হাত রাখলেন । পুরনো প্রেমের সঙ্গে নতুন করে জীবন শুরু করলেন বিশ্বসুন্দরী । না, এই নিয়ে কোনও ঘোষণা করেননি ঠিকই । তবে, দিওয়ালি পার্টিতে দু'জনকে একসঙ্গে দেখলে সবটাই স্পষ্ট হয়ে যাবে ।
সম্প্রতি, একটি দিওয়ালি পার্টিতে ক্যামেরাবন্দী হন সুস্মিতা ও রোহমান । সেখানে কালো শাড়িতে নজর কাড়েন বিশ্বসুন্দরী । রোহমনের হাতে হাত রেখে পার্টিতে আসেন । তাঁদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি পাপারাজ্জিদের । যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই ।
২০১৮ সাল থেকে প্রেম সুস্মিতা ও রোহমানের । তাঁদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি । তবে, বরাবরই নিজেদের প্রেম নিয়ে খোলামেলা সুস্মিতা-রোহমন । সোশ্যাল মিডিয়াতে তাঁদের একাধিক ঘনিষ্ঠ ছবি । কিন্তু, ২০২১ সালে রোহমানের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও দু'জনের বন্ধুত্ব বজায় ছিল। এমনকী সুস্মিতার সব পার্টিতেই দেখা যেত রোহমানকে। এরই মাঝে ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়ান সুস্মিতা । সেসব এখন অতীত । রোহমানেই মজলেন সুস্মিতা ।