সাপের ছোবলে রাংতার মোড়কে/ নিষিদ্ধ রাসায়নিক সড়কে /জ্যান্ত মৃতদেহের এ মড়কে’…
মাদক-বিরোধী এই গানে গলা মিলিয়েছেন রূপম ইসলাম এবং সুরজিৎ চট্টোপাধ্যায় দু’জনেই। আপাতত রূপমের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে এই গান।
রূপমের জানিয়েছেন, ২০১৫-য় কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের মাদক-বিরোধী এক মিছিলে শামিল হয়েছিলেন তিনি, সে দিনই তাঁদের কাছে এই বিষয়ে গান লেখার অনুরোধ আসে। ২০২২ এর মাদক বিরোধী দিনে সেই গান সকলের সামনে এল।
অনেকেই মনে করেন যাঁরা রক গান করেন, তাঁরা নেশা না করে গাইতে পারেন না। রূপমের সম্পর্কেও যে অনেকেরই সেরকম ধারণা আছে, তাও বললেন নিজেই, এবং বললেন, সেই ধারণা ভুল। পাশ্চাত্য রক গাইলেই নেশা করার প্রয়োজন হয়, এমনটা ঘোরতর অবিশ্বাস করেন শিল্পী নিজেই।
এই গানের প্রথম অংশের সুর, রচনা সুরজিৎ চট্টোপাধ্যায়ের। বাকি লেখা ও সুর রূপমের।