২০২১-এ মুক্তি পাওয়া 'জয় ভীম'(Jai Bhim) ছবির সঙ্গে জুড়ে গেল অস্কারের নাম। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় (Amazon Prime Video) মুক্তি পাওয়া তামিল তারকা সুরিয়া (Suriya) অভিনীত ছবি জয় ভীম এবার দেখা যাবে অস্কারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। অস্কার কমিটির অফিসিয়াল ইউটিউব হ্যান্ডেলে ছবির একটি দৃশ্য আপলোড করা হয়েছে, ‘সিন অ্যাট দ্য অ্যাকাডেমি’(Scene at the Academy) সিরিজে জায়গা করে নিয়েছে ছবির একটি দৃশ্য।
আরও পড়ুন, 'মিসেস ওয়ার্ল্ড ২০২২'-এর মঞ্চে জয়জয়কার ভারতের, সেরা জাতীয় পোশাকের পুরস্কার পেলেন নভদীপ কৌর
টি জে গানাভেল (TJ Gnanavel) পরিচালিত এই ছবিতে ফুটে উঠেছে দলিত সম্প্রদায়ের মানুষের বঞ্চনা এবং লড়াইয়ের কথা। হলিউড ক্লাসিক দ্য গডফাদার (The Godfather) এবং দ্য শশ্যাংক রিডেম্পশনের (The Shawshank Redemption) মতো ছবিকে টেক্কা দিয়েছে IMDb রেটিংয়ে।
গোল্ডেন গ্লোবস ২০২২-এর (Golden Globes 2022) মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবিটি। মনোনীত হয়েছে শ্রেষ্ঠ নন ইংলিশ ল্যাঙ্গোয়েজ ফিল্ম (Non English Language Film) বিভাগে।