থিয়েটার থেকে ইন্ড্রাস্ট্রি, একযোগে চুটিয়ে ভিন্ন ধারার কাজ করে চলেছেন দুজনে। কথা হচ্ছে ঋদ্ধি সেন (Ridhdhi Sen) এবং সুরঙ্গনা বন্দ্যোপায়কে (Surangana Banerjee) নিয়ে। দেখতে দেখতে ৮ বছর পার তাঁদের প্রেমের৷ বন্ধুত্ব থেকেই সূত্রপাত প্রেমের৷ তাঁরা সবার আগে খুব ভাল বন্ধু৷ সদ্য ছিল ঋদ্ধির জন্মদিন। এই বিশেষ দিনে ঋদ্ধির ছোট বেলার ছবি শেয়ার করে লম্বা পোস্ট লিখেছেন সুরঙ্গনা।
ঋদ্ধিকে সুরঙ্গনা লিখছেন, 'ভাঙো, নির্মাণ করো। বিশ্বের সঙ্গে বড় হও। প্রশ্ন করো, মেনে নাও কিন্তু দ্বন্দ্ব জিইয়ে রাখো। তোমার জন্মই সৃষ্টি করতে। পৃথিবী তোমায় উপহার দিয়েছে, তুমিও ফিরিয়ে দাও পৃথিবীকে।' এরপরেই সুরঙ্গনার প্রতিশ্রুতি, ঋদ্ধির গোটা যাত্রাপথে তাঁর সঙ্গে থাকবেন৷ ৫০-৫০ ভাগ করে নেবেন আগামীর রাস্তা। ঋদ্ধির ছবি শেয়ার করে জন্মদিনে এই বার্তাই দিলেন তিনি।