গায়ে হাত উঠেছিল নাট্যকর্মী অমিত সাহা (Amit Saha), এবং অরূপ খাঁড়ার উপর। শাসক দলের বিরুদ্ধে লাইভ করে অভিযোগ জানিয়েছিলেন তিনি। বন্ধ করতে হয়েছিল তাঁদের নাট্য উৎসব। ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে ফুঁসে উঠেছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), এবার তাঁর বিবৃতিরই ইংরেজি অনুবাদ করে সুমন মুখোপাধ্যায় বুঝিয়ে দিলেন তিনিও অভিনেতার সঙ্গে সহমত।
Anirban Bhattacharya: নাট্যকর্মীর গায়ে হাত! প্রতিবাদে গর্জে উঠলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য
২৮ ডিসেম্বরের প্রতিবাদ সভাও উপস্থিত থাকতে না পেরে একটি লিখিত বার্তা পাঠিয়েছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ-শাহরুখরা বাক স্বাধীনতার পক্ষে কথা বললে হাততালি পড়ে এই বাংলায়, তারপর সেই বাংলাতেই একজন নাট্যকর্মীকে নাট্যোৎসব করতে চাইলে মার খেতে হয় কেন, প্রশ্ন তোলেন অনির্বাণ। “ভোট রাজনীতিতে কাজে আসে না, এমন শিল্পীদের মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে!” বিবৃতিতে লিখেছেন অভিনেতা। সুমন লিখলেন, “সহকর্মী অনির্বাণ এত স্পষ্ট লিখেছেন, তারই কিছু অংশ আমি অনুবাদ করছি।”
সুমনও উপস্থিত থাকতে পারছেন না প্রতিবাদ সভায়, অনির্বাণের কথাতেই সায় দিয়েছেন তিনি।গত ২৪ ও ২৫ ডিসেম্বর একটি নাট্যমেলার আয়োজন করেছিলেন অমিত বেলেঘাটার একটি মাঠে। কিন্তু তার আগেই কিছু রাজনৈতিক নেতা তাঁকে মারধর করে নাট্যোৎসব বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে।