সুদীপ্তা চক্রবর্তী। টলিউডের মিস ডিপেন্ডেবল! সেই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী মুখিয়ে রয়েছেন বাংলার এক উঠতি অভিনেতা পরিচালকের সঙ্গে কাজ করতে! ফেসবুকে প্রকাশ্যেই সে কথা জানিয়েছেন তিনি। জেনে নেওয়া যাক আসল ব্যাপার।
সম্প্রতি উরিবাবা-তে মুক্তি পেয়েছে সৌরভ পালোধী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'খোলামকুচি'। তারই ভূয়সী প্রশংসা করেছেন সুদীপ্তা। আর ফেসবুক পোস্টে সবার শেষে লিখেছেন, এই পোস্ট দেখে সকলে ভাববেন সৌরভের পরের প্রোজেক্টে সুদীপ্তা ইতিমধ্যে সইসাবুদ সেরে ফেলেছেন, কিন্তু তা যে সত্যি নয়, উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন তা সত্যি হলে তিনি খুব খুশি হবেন।
নামি অভিনেত্রীর থেকে নিজের কাজের প্রশংসা পেয়ে স্বাভাবিক ভাবেই খুব খুশি খোলামকুচির পরিচালক। রসিকতা করে সুদীপ্তার পোস্টের উত্তরে বলেছেন, এত বড় তারকা তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছেন, শুধু এটুকু দেখিয়েই নাকি ইন্ডাস্ট্রিতে কাজ চাইবেন তিনি। সৌরভ এও জানিয়েছেন, তাঁর অ্যাঁর সুদীপ্তার আগে একবার একসঙ্গে কাজ করার কথা থাকলেও শেষ মুহুর্তে প্রযোজক পিছিয়ে যান।