৫-ই জুন ছিল জামাই ষষ্ঠী (Jamai shosthi)। সেদিন জামাই সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) কাছে পায়নি ভট্টাচার্য পরিবার। এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) কোয়ালিফায়ার খেলার জন্য ব্যস্ত ছিলেন ,টিম ইন্ডিয়াকে গ্রুপ চ্যাম্পিয়ন করে এবং এএফসি-র মূল পর্বে তুলেছেন সুনীল।। এর মাঝে কবজি ডুবিয়ে খাওয়াটা মিস হয়ে যাবে? তা হয় নাকি? অত সহজে ছেড়ে দেবেন শ্বশুরমশাই?
বৃহস্পতিবার বাবলু দার গল্ফগ্রিনের বাড়িতে সুনীলের জন্য ছিল বিলেটেড জামাই ষষ্ঠীর এলাহি আয়োজন। কাঁসার থালাতেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে রীতি মেনে জামাইকে আশীর্বাদও করলেন বাংলার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। আসলে মনে প্রাণে বাঙালি হ'লে ফুটবলের পাশাপাশি জামাই প্রীতিটাও যে মাস্ট।
Friday Bengali release: ফেলুদা, না বুম্বাদা, শুক্রবারে কে বেশি হিট? জানুন বাংলা বিনোদনের হাল হকিকত
সুনীল নিরামিশাষী। তাই মেনুতে সবই নিরামিষ পদ। পোস্তর বড়া, পাঁচ রকম ভাজা, পোলাও, ধোঁকার ডালনা, ছানার কোপ্তা, ফুলকপির পদ-সহ একাধিক পদ রান্না করা হয়েছিল তাঁর জন্যে। সঙ্গে ছিল দই-মিষ্টি। মানে একেবারে 'ভোজ কয় যাহারে'!