মুম্বইয়ের উদ্দেশে সম্প্রতি রওনা দিয়েছিলেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । এয়ারপোর্টে কুল লুকে ক্যামেরাবন্দীও হন । তারপর থেকেই জল্পনা চলছিল, এবার কি তাহলে বলিউডে নাম লেখাতে চলেছেন রাজ-ঘরণী ? তার উত্তর মিলল একদিন পর । এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নায়িকা । আর সেখান থেকে কিন্তু একেবারেই খালি হাতে ফেরেননি । নায়িকার কেরিয়ারে জুড়েছে নতুন পালক । সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি ।
নেক্সা স্ট্রিমিং অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর অনুষ্ঠানে গিয়েছিলেন শুভশ্রী । সেখানে লাল শাড়ি, খোলা চুলে মোহময়ী লাগছিল নায়িকাকে । জানা গিয়েছে, ইন্দুবালা ভাতের হোটেল-এর জন্য সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি । সেই ছবি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন । ইন্দুবালা-ই ছিল অভিনেত্রীর প্রথম ওটিটি রিলিজ । আর প্রথমেই ছক্কা হাঁকিয়েছেন । দেবালয় ভট্টাচার্যের এই সিরিজে শুভশ্রীর অভিনয় মন জয় করে নিয়েছে সকলের ।
গত বছরই দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী । দুই সন্তানকে নিয়ে দিব্যি কাটছে নায়িকার । কাজের ব্যস্ততার মধ্যেও সন্তানদের, পরিবারকে সময় দিতে ভুলছেন না । দিন কয়েক আগে সপরিবারে ঘুরতেও গিয়েছিলেন শুভশ্রী । অভিনেত্রীর আগামী প্রোজেক্ট বাবলি । রাজের ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন আবির-শুভশ্রী । ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে সিনেমা ।