অভিনয়ের কেরিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন শুভশ্রী। 'হাবজি গাবজি', 'বৌদি ক্যান্টিন', 'ইন্দুবালা ভাতের হোটেল',-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে। এবার প্রজজনা সংস্থা খুলছেন অভিনেত্রী।
প্রযোজনায় হাতেখড়ি অবশ্য আগেই হয়েছে, রাজ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ 'আবার প্রলয়' প্রযোজনা করেছেন শুভশ্রী। তবে তা রাজের নিজস্ব প্রযোজনা সংস্থার ছাতায়। কিন্তু এবার নিজের প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী। নাম 'সিকাবা' হাউজ। ইতিমধ্যে বেশ কয়েকজন চিত্রনাট্যকারের সঙ্গে নানা ছোট বড় গল্প নিয়ে আলোচনাও হয়েছে। নিজের প্রযোজনা সংস্থায় নবাগতদের সুযোগ দিতে চান বলে জানিয়েছেন শুভশ্রী।