ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দু'দিকই এখন দারুণ হ্যাপেনিং। সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী। ইয়ালিনির জন্মের পরই শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী। 'পরিণীতা'র পর আরও একবার ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে একই ফ্রেমে অভিনয় করবেন শুভশ্রী।
বাবা-ছেলের রসায়ন নিয়ে ছবি, বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী, ছেলের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, সেই ছবিতেই অভিনয় করছেন শুভশ্রী, প্রকাশ্যে এল খবর। লোকসভা ভোটের আগেই নাকি ছবির শুটিং শেষ হবে।
তবে তারও আগে রাজের পরিচালনায় শুভশ্রী-আবির জুটি বাঁধলেন 'বাবলি' ছবিতে। তারপর রাজের পরিচালনায় আবার নতুন ছবি।
এর আগে পর্দায় সুপারহিট বাবা-ছেলের সম্পর্কের নজির গড়েছে দেব-মিঠুন জুটি। মিঠুন-ঋত্বিক জুটি দর্শকের কতোটা মন ছোঁয় সেটাই দেখার। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ। রাজ বহুদিন পর কাজ করছেন এসভিএফের সঙ্গে৷ শ্রীকান্ত মোহতার সংস্থার সঙ্গে তাঁর শেষ কাজ ছিল 'বলো দুগ্গা মাঈ কি।"