সময় বহিয়া যায় স্রোতের মতো, কথাটা যে হাড়ে হাড়ে সত্যি, ভালোই টের পাচ্ছেন রাজ-শুভশ্রী। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ওদের একরত্তি ছেলে ইউভান। এরই মধ্যে বড় স্কুলে পা রাখল, প্রথম দিনের সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী।
সবে আড়াই, এরই মধ্যে খুদে সেনসেশন ইউভান। এই তো সেদিন হাতেখড়ি হল খুদের, এরই মধ্যে জুনিয়র স্কুলের পাটাপাট চুকল। গ্র্যাডুয়েশন সেরমনিও হয়েছে ঘটা করে।
Swastika Mukherjee: স্বস্তিকাকে বিকৃত ছবি ইমেল করে 'আরও খারাপ কিছু' করার হুমকি প্রযোজকের
২০২০ তে রাজ শুভশ্রীর কোল আলো করে এসেছিল ফুটফুটে ইউভান, তখন অতিমারী একেবারে মধ্যগগনে। দেখতে দেখতে আড়াই বছর পার করে ফেলেছে।