রাজ-শুভশ্রীর পরিবারে এখন খুশির হাওয়া । সদ্য রাজকন্যের বাবা-মা হয়েছেন তারকা জুটি । মেয়ের নাম দিয়েছেন ইয়ালিনি । এখবর তো সকলেরই জানা । কিন্তু কেমন আছেন অভিনেত্রী, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কিনা, কিংবা কেমন দেখতে হয়েছে ইয়ালিনিকে...এরকম নানা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে । খুদের মুখ দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন অনুরাগীরা । জানা গিয়েছে, এখনও হাসপাতাল থেকে বাড়ি ফেরেননি রাজ-ঘরণী । রবিবার সকালে সেখান থেকেই ছবি পোস্ট করলেন অভিনেত্রী । কিন্তু, সেই ছবিতে কি দেখা মিলল ইউভানের ছোট্ট বোনের ?
শুভশ্রী যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেখানে ইয়ালিনি নেই । মুখ তিনি দেখালেন ৷ তবে সন্তানের না ৷ হাসপাতালের ড্রেস, চোখে চশমা, নিজের একেবারে মেকআপহীন লুক শেয়ার করেছেন শুভশ্রী । মাতৃত্বের জেল্লা যেন ফেটে পড়ছে ।