এখনও বক্স অফিস কাঁপিয়ে বাংলার হলে রমরমিয়ে চলছে শুভশ্রীর (Subhashree Ganguly) 'হাবজি গাবজি', শুটিং শেষ 'বৌদি ক্যান্টিন'এরও। এবার নতুন চমক। হইচই তে ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করতে চলেছেন শুভশ্রী।
শোনা যাচ্ছে দেবালয় ভট্টাচার্যের (Debaloy Bhattacharya) পরিচালনায় হইচইতে আসতে চলেছে ওয়েবসিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল', কল্লোল লাহিড়ীর ওই একই নামের উপন্যাসটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে। সেই উপন্যাসই সিরিজ হিসেবে নিয়ে আসছেন দেবালয়, প্রধান চরিত্রে, অর্থাৎ ইন্দুবালার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী।
Iman Chakraborty: সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তার পর নিজের ওয়েবসাইট লঞ্চ ইমনের
দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ। ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।