টেবিলের উপর পাশাপাশি রাখা দু'টো কেক । হাসিমুখে তাকিয়ে রয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty Birthday) । ঘড়ির কাঁটা ১২টার ঘর ছুঁতেই ঘরোয়াভাবে বার্থ ডে সেলিব্রেশন হল শিবুর । তবে,লোকজনের ভিড়ে নয়, এবারে রাজের জন্মদিনটা শুরু হয়েছে পরিবারের সঙ্গে একান্তেই । তাঁর মম্মার জন্য সব আয়োজন করেছিলেন শুভশ্রী (Subhashree Ganguly) নিজেই । সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা । জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন রাজকে ।
শুভশ্রীর শেয়ার করা ছবিতে, ঘরোয়া পোশাকেই দেখা গিয়েছে দু'জনকে । কেক কাটার পাশাপাশি দু'জনের ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন নায়িকা । সেখানে কোনও ছবিতে রাজকে শক্ত করে জড়িয়ে শুভশ্রী, কোনও ছবিতে রাজের গালে শুভশ্রী এঁকে দিচ্ছেন ভালবাসার চুম্বন । জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাজের জন্য শুভশ্রী লেখেন, "হ্যাপি বার্থ ডে পার্টনার রাজ চক্রবর্তী । আমার জীবনে তোমাকে পেয়ে এই দুনিয়ার সবথেকে ভাগ্যবতী আমি । তোমার সুখ, সুস্বাস্থ্য় এবং সাফল্য কামনা করি । তুমি আমার পৃথিবী । তুমি সেরা ।" তবে, ছবিতে কোথাও ইউভানের দেখা পাওয়া যায়নি ।
আরও পড়ুন, Anurager Chhowa : 'অনুরাগের ছোঁয়া'য় দার্জিলিং জমজমাট ! মেঘেদের দেশে মিল হবে দীপা-সূর্যর ?
টলিউডের হট কাপল রাজ-শুভশ্রী । প্রায় দু'জনের রোম্যান্টিক ছবি নেটমাধ্যমে শেয়ার করেন রাজ-শুভশ্রী দু'জনেই । ছবিগুলি দেখলেই বোঝা যায় দু'জনের মধ্যে প্রেম একেবারে ভরপুর । কিছুদিন আগেই 'গোধূলি আলাপ'-এর সেটে আগাম জন্মদিন সেলিব্রেট করেছিলেন রাজ । আসলে, 'শিবরাত্রি'-র দিন রাজের জন্মতিথি । সেই উপলক্ষেই ওই দিন রাজের জন্মদিন সেলিব্রেট করেন ধারাবাহিকের কলাকুশলীরা ।