ঘুমন্ত অবস্থায় বাবাকে দা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সৎ ছেলের বিরুদ্ধে (Son allegedly killed his step father) । মৃতের নাম ইন্দ্র দেবনাথ (৩৮) । দায়ের কোপে আহত হয়েছেন অভিযুক্তের মা-ও । তবে অল্পের জোড়ে তিনি বেঁচে যান । নদিয়ার (Nadia Crime News) নবদ্বীপের চন্দ্র কলোনি এলাকার ঘটনা । অভিযুক্তকে আটক করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে সীমা হালদারকে বিয়ে করেছিলেন ইন্দ্র । সীমার এটা দ্বিতীয় বিয়ে । তাঁদের সঙ্গে সীমার প্রথম পক্ষের ১৮ বছরের ছেলে বাপনও থাকত । সীমার দাবি, ছেলের মানসিক সমস্যা রয়েছে । রাতে ঘুমায় না অনেকসময় । রবিবার রাতেও ঘুমায়নি বাপন । খাওয়াদাওয়ার পর ইন্দ্র ও সীমা ঘুমাতে যায় । সীমার দাবি, ভোররাতে বাপন তাদের ঘরে ঢোকে । এর পর দা দিয়ে তাঁর স্বামীর গলায় আঘাত করে । সেইসময় ঘুম ভাঙে সীমার । তাঁকেও ছেলে কোপাতে যায় বলে অভিযোগ । দায়ের কোপ এসে পড়ে তাঁর একটি হাতে । তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা ।
আরও পড়ুন, Delhi Crime News : দিল্লিতে ঘুমন্ত অবস্থায় নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর 'খুন', গ্রেফতার অভিযুক্ত
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ । তারা দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । ঘটনায় মূল অভিযুক্ত বাপন হালদারকে আটক করা হয়েছে । এদিকে, মৃতের ভাইয়ের দাবি, এই ঘটনায় মা ও ছেলে— দু’জনেই জড়িত থাকতে পারেন । তাঁদের শাস্তির দাবি করেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।