গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের (Golden Globe Awards 2022) মঞ্চ । সেরা গানের ক্যাটাগরিতে বিজয়ীর নাম ঘোষণার মুহূর্ত । চারপাশে পিনড্রপ সাইলেন্স । ঘোষণা হল RRR-এর নাম । টিমের সবাই একসঙ্গে লাফিয়ে উঠলেন । সোশ্যাল মিডিয়ায় এই অসাধারণ মুহূর্তের ভিডিও ভাইরাল । সেই ভিডিও পোস্ট করে RRR টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । প্রত্যেক দেশবাসী গর্বিত । সকাল সকাল দারুণ খবরে ঘুম ভেঙেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) । ঘুম থেকে উঠেই 'নাটু নাটু' গানে নাচছেন, সেলব্রেট করছেন কিং খান । এস এস রাজামৌলি-কে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লেখেন, এই প্রাপ্তি ভারতের জন্য গর্বের ।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে 'নাটু নাটু'-র অন্যতম প্রতিদ্বন্দী ছিল বিখ্যাত গায়িকা রিহানা-র 'লিফ্ট মি আপ'। রিহানাও RRR-কে শুভেচ্ছা জানিয়েছেন । গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডকে ধন্যবাদ জানিয়েছেন এস এস রাজামৌলী । অন্যদিকে, এ আর রহমান লেখেন, অবিশ্বাস্য, সকল ভারতীয় এবং ভক্তদের পক্ষ থেকে অভিনন্দন কিরাবাণী গারুকে ও গোটা RRR টিমকে । এছাড়া, আলিয়া ভাট, নিমরিত কৌর, চিরঞ্জীবীও অভিনন্দন জানিয়েছেন ।
গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিল এসএস রাজামৌলির ছবি আরআরআর। একটা হল সেরা গান 'নাটু নাটু'-র জন্য । আরেকটা হল ইংরেজি নয় এমন সেরা সিনেমার বিভাগে মনোনীত হয় আরআরআর । তবে, সেরা সিনেমার খেতাব তাঁদের হাতছাড়া হয় ।