ফের টুইটারে ভক্তদের মুখোমুখি হলেন কিং খান। শনিবার #AskMeAnything সেশনে মুখোমুখি হলেন দেশবিদেশে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্তের। বহু প্রশ্নের উত্তর দিলেন নির্দ্বিধায়। তাঁর পেশাদার জীবন ও ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন ছিল তাতে। কীভাবে সমস্যার সঙ্গে লড়াই করে তা থেকে জিতে বেরিয়ে আসেন তিনি বারবার, সে কথাও জানালেন ভক্তদের।
একজন ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন, সমস্যার সঙ্গে কীভাবে লড়াই করে বাদশার মতো টিকে থাকতে পারেন তিনি? এই প্রশ্নের একটি সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দেন শাহরুখ খান। তিনি বলেন, আমার একটা মন্ত্র। তাতেই বিশ্বাস করে এসেছি চিরকাল। সেটি হল- ভালো আর মন্দের লড়াইতে চিরকাল ভালোরই জয় হয়েছে। আমি সেই ভালোটি হওয়ারই চেষ্টা করেছি সবসময়।
উল্লেখ্য, ২০২১ সালে মাদক সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার হন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। যদিও, চলতি বছরের মেয়ে মাসে আরিয়ানকে ক্লিনচিট দিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
'পাঠান'-এর মাধ্যমে বড় পর্দায় ৪ বছর বাদে কামব্যাক করার বিষয়টি নিয়েও মুখ খোলেন শাহরুখ খান। তাঁর কথায়, এ যেন ঘরে ফেরার মতো অনুভূতি! তিনি ওই ছবিতে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় নিয়েও মুখ খোলেন। প্রসঙ্গত, এই প্রথম একই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ ও জন। 'পাঠান'-এ জন রয়েছেন খলনায়কের ভূমিকায়।
২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান'। ইতিমধ্যেই, ছবির টিজার মন জয় করেছে শাহরুখ ভক্তদের। ২০২৩ এই মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের আরও দুটি ছবি 'জওয়ান' ও 'ডানকি'র।