We Want Justice, এই একটা স্লোগানেই এক হয়ে গিয়েছেন সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ। সর্বক্ষেত্রে একটাই প্রশ্ন মাথা চারা দিচ্ছে ‘নিরাপত্তা কোথায়?’ বুধবার রাত দখলের রাতেও আরজি করে হামলার ঘটনা ঘটেছে। এই গোটা ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে রণক্ষেত্র আর জি করে পৌঁছে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, লগ্নজিতা, শোলাঙ্কি রায়, অলিভিয়া সরকার-রা।
কেন রাত দখলের রাতেই এই তাণ্ডব, কারা ঘটালেন? এই প্রশ্নে আন্দোলনকারীদের সঙ্গে আরজি কর আগলে রাত জাগলেন টলিউডের তারারাও। নিজেদের তারকা পরিচয় দূরে রেখে বিচারের দাবিতে গর্জে উঠলেন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের আর্জি, “আর জি কর হাসপাতালের জরুরী বিভাগে যে তাণ্ডব চলেছে, তার জন্য অনেক যন্ত্রপাতি, রোগিদের বেড নষ্ট হয়েছে, এবছর পুজোয় ক্লাবগুলিকে অনুদান না দিয়ে বরং সেই অর্থ হাসপাতাল সারানোর খাতে দেওয়া হোক ।”
উল্লেখ্য, বাংলার আন্দোলনের আঁচ সর্বত্র । তাইতো যখন মধ্যরাতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, স্লোগানে কেঁপে উঠেছিল বাংলার আকাশ, তখন মুম্বই, দিল্লি থেকে সুদূর আমেরিকাতেও বিক্ষোভে দেখিয়েছেন নারী-পুরুষে নির্বিশেষে । আর জি কর কাণ্ডে সুর চড়িয়েছে বলিউডও । ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাট, পরিণীতা চোপড়া থেকে কঙ্গনা রানাউত । আবার মেয়েদের জন্য কবিতা লিখেছেন আয়ুষ্মান খুরানা ।