আবারও আন্তর্জাতিক স্বীকৃতি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সাবাশ মিঠু' দেখানো হবে ফ্লোরেন্সে। সেখাঙ্কার রিভার টু রিভার ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হয়েছে ভারতের মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মিতালী রাজের বায়োপিকটি।
বক্স অফিসে তেমন কামাল না করতে পারলেও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে তাপসী পন্নু অভিনীত বায়োপিকটি। মিতালী রাজের জন্মদিনেই চলতি বছর ছবিটি মুক্তি পেয়েছিল। বেগম জানের পর সৃজিতের এটি দ্বিতীয় হিন্দি ছবি, পরে অবশ্য শেরদিলও মুক্তি পেয়েছে।
ছবির ট্রেলার লঞ্চের সময় ইডেনে একসঙ্গে পাওয়া গিয়েছিল রিল এবং রিয়াল লাইফের মিঠুকে।