একটা সময় সৃজিত মুখোপাধ্যায়ের বার্ষিক রিলিজের স্লট বাঁধা ছিল পুজোর মুখে। বিগত কয়েক বছর সেই ট্রেন্ড থেকে সরেছিলেন পরিচালক। এবার ফের একবার বাংলায় আসছে কপ ইউনিভার্স। '২২ শ্রাবণ' আর 'ভিঞ্চিদা'র জোড়া সিকোয়েল আসছে এই পুজোয়।
ছবিতে এই প্রথমবার দেখা যাবে শুভশ্রী এবং যীশুকে। আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হবে ছবির শুটিং।
এটা এমন এক গল্প যেখানে প্রবীর রায়চৌধুরী (প্রসেনজিৎ চট্টাপাধ্যায় অভিনীত ‘২২শে শ্রাবণ’-এর বিখ্যাত চরিত্র) এবং বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘ভিঞ্চি দা’-র চরিত্র) হাত মিলিয়ে কাজ করবে।
পুজোর স্লটে এবার সৃজিতকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে ভেঙ্কটেশ ফিল্মস।